রমেশচন্দ্ৰ ভট্টাচাৰ্য (১৮৮২ — ১৯২৯)। শ্ৰীহট্ট জাতীয় বিদ্যালয়ের তরুণ শিক্ষক রমেশচন্দ্ৰ। ১৯১০ খ্রী. শ্ৰীহট্টের জলসুখা জাতীয় সম্মেলনের অধিবেশনে বঙ্গাক্ষরে তারের সংবাদ পাঠাবার প্রথম গৌরব অর্জন করেন। আচাৰ্য প্ৰফুল্লচন্দ্র ও আচার্য রামেন্দ্রসুন্দরের প্ৰত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর বিজ্ঞান সাধনা শুরু হয়। আগে থেকেই তিনি ‘মোর্স কোড’ নিয়ে চর্চা করতেন। শিক্ষক-জীবনে নিজস্ব পদ্ধতিতে ‘মোর্স কোড’কে বাংলা হরফের উপযোগী করে তাঁরবার্তা প্রেরণের ব্যবস্থা করেছিলেন। তাঁর পদ্ধতি অনুযায়ী প্রেরিত প্ৰথম বাংলা তাঁরবার্তার বয়ান— ‘এখানে প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয়। ভয়ঙ্কর ঝড়ঝঞ্ঝার ভিতর দিয়া সম্মেলন আরম্ভ হইয়াছে’। এই সাফল্যের জন্য তিনি ২টি পদক পান। পরবর্তী জীবনে বিজ্ঞান-শিক্ষকরূপে শিলচর নর্মাল স্কুলে যোগ দেন। জীবনের শেষ দিন পর্যন্ত মৌলিক গবেষণায় যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« রমেশচন্দ্র সেন
« রমেশচন্দ্র সেন
পরবর্তী:
রমেশচন্দ্ৰ মিত্র, স্যার, কেসিআইই »
রমেশচন্দ্ৰ মিত্র, স্যার, কেসিআইই »
Leave a Reply