রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৯০৫? – ১৪-১-১৯৬৯) বিষ্ণুপুর-বাঁকুড়া। খ্যাতনামা সঙ্গীতজ্ঞ গোপেশ্বর। পিতার কাছে সঙ্গীত শিক্ষা করেন। উচ্চাঙ্গ সঙ্গীত ও অতুলপ্ৰসাদের গানও তাঁর প্রিয় ছিল। অতুলপ্ৰসাদের কিছু গানের স্বরলিপিও করেছেন। তাঁর বহু প্ৰবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি বিষ্ণুপুর সম্বন্ধে একটি গ্রন্থ রচনা করেন। পশ্চিম জার্মানী পরিভ্রমণ করে সেখানকার সঙ্গীতধারায় বিশেষ প্রভাবিত হন। মৃত্যুকালে রবীন্দ্ৰভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত-বিভাগের অধ্যক্ষ ছিলেন।
পূর্ববর্তী:
« রমেশচন্দ্র দত্ত
« রমেশচন্দ্র দত্ত
পরবর্তী:
রমেশচন্দ্র মজুমদার »
রমেশচন্দ্র মজুমদার »
Leave a Reply