রমেশচন্দ্র তর্কতীর্থ, মহামহোপাধ্যায় (১৯-১২-১২৮৮ – ২৫-৭-১৩৬৭ ব.) সুহিলপুর-ত্রিপুরা। চন্দ্ৰকুমার তর্করত্ন। মহামহোপাধ্যায় চন্দ্ৰকিশোর তর্করত্ন, প্ৰসিদ্ধ নৈয়ায়িক কৈলাসচন্দ্ৰ তর্কতীর্থ, চব্বিশ পরগনার মুলাজোড় সংস্কৃত কলেজের মহামহোপাধ্যায় শিবচন্দ্র সার্বভৌম এবং কাশীধামের বামাচরণ ন্যায়রত্বের নিকট তাঁর শিক্ষা। নব্যন্যায় ছাড়া সাংখ্যা, বেদান্ত ও মীমাংসা ও স্মৃতিশাস্ত্রেও তাঁর পাণ্ডিত্য ছিল। কর্মজীবনে প্ৰথমে তিনি পিতারস্থাপিত টোলে, পরে খুলনা দৌলতপুর কলেজে ও ঢাকা শক্তি আশ্রম চতুষ্পাঠিতে ন্যায় ও বেদান্তের অধ্যাপনা করেন। ১৯২১ খ্রী রাজশাহী হেমন্তকুমারী সংস্কৃত কলেজে ও শেষে নবদ্বীপের পাকা টোলের অধ্যাপকের পদে কাজ করে ১৯৫৬ খ্রী. অবসর নেন। অসাধারণ বিদ্যাবত্তার জন্য বঙ্গদেশের ও বঙ্গদেশের বাইরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান তাঁকে ‘ন্যায়রত্ন’, ‘সিদ্ধান্তবাগীশ’, ‘সিদ্ধান্তশাস্ত্রী’, ‘বেদান্তবাগীশ’ প্রভৃতি উপাধি দান করে। ১৯৪৪ খ্রী. তিনি ‘মহামহোপাধ্যায়’ উপাধি দ্বারা সম্মানিত হন। অনেক গ্রন্থের রচনা ও বহু গ্রন্থের সম্পাদনাও করেছেন।
পূর্ববর্তী:
« রমেশ শীল
« রমেশ শীল
পরবর্তী:
রমেশচন্দ্র দত্ত »
রমেশচন্দ্র দত্ত »
Leave a Reply