রমেন্দ্রনাথ চক্রবর্তী (১৯০২ – ৬-৭-১৯৫৫) আগরতলা—ত্রিপুরা। পিতা শীতলচন্দ্ৰ বিদ্যানিধি আগরতলার উমাকান্ত উচ্চবিদ্যালয়ের খ্যাতনামা প্ৰধানশিক্ষক ছিলেন। ম্যাট্রিক পাশ করে প্রথমে কলিকাতা আর্ট স্কুলে ও পরে শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে এসে ভর্তি হন এবং নন্দলালের ছাত্র হবার সুযোগ লাভ করেন। প্রথম দিকে পৌরাণিক বিষয়ে ছবি আঁকতেন। কাঠে চিত্র খোদাই করার কাজেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ১৯২২ খ্রী. ফরাসী মহিলা-শিল্পী আঁন্দ্রে কার্পেলে শান্তিনিকেতনে এলে তিনি তাঁর কাছে শিক্ষালাভ করে পরবর্তী কালে এই বিদ্যায় পারদর্শী হন। উড-কাট, রঙিন উড-কাট, উড-এনগ্রেভিং বিদ্যায় ভারতীয় শিল্পে তাকেই পথিকৃৎ বলা যায়। শেষের দিকে দৃশ্যপট আঁকায় আনন্দ পেতেন। কলাভবনের শিক্ষাশেষে ১৯২৬ খ্রী. মসলিমট্টমে অন্ধ্র জাতীয় কলাশালায় শিল্প-শিক্ষকতার পদে কর্মজীবন শুরু। ১৯২৮ খ্রী. কলাভবনে শিক্ষক হিসাবে ফিরে আসেন। ১৯২৯ খ্রী. কলিকাতা সরকারী আর্ট স্কুলে সহকারী প্ৰধানশিক্ষক পদে নিযুক্ত হন। ১৯৩৭ খ্রী. ইউরোপ ভ্ৰমণে গেলে লন্ডন, প্যারিস ও হল্যান্ডে তাঁর চিত্ৰপ্ৰদৰ্শনীর ব্যবস্থা হয়। প্যারিসে আন্তর্জাতিক চিত্ৰপ্ৰদৰ্শনীতে ভারতীয় শাখার ব্যবস্থাপনার জন্য ১৯৪৬ খ্রী. ভারত সরকার তাকে সে দেশে পাঠিয়েছিলেন। ১৯৫২ খ্ৰী. ঐ একই উদ্দেশ্যে আমেরিকায় গিয়েছিলেন। ১৯৪৬ খ্রী. দিল্লীর পলিটেকনিক প্ৰতিষ্ঠানের শিল্প বিভাগের প্রধান পদে এবং কিছুদিনের জন্য ভারত সরকারের গ্রন্থন বিভাগে কাজ করেন। ১৯৪৮ খ্রী. কলিকাতার সরকারী আর্ট স্কুলের অধ্যক্ষ-পদে নিযুক্ত হন। তাঁরই সময়ে আর্ট স্কুলটি পুরাদস্তুর কলেজে পরিণত হয়। মৃত্যুকালে তিনি কলিকাতা সরকারী চারুকারু মহাবিদ্যালয়ে কর্মরত ছিলেন।
পূর্ববর্তী:
« রমেন বন্দ্যোপাধ্যায়
« রমেন বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
রমেশ আচাৰ্য »
রমেশ আচাৰ্য »
Leave a Reply