রমেন বন্দ্যোপাধ্যায় (২৫-১০-১৯১৯ – ২১-৭-১৯৭৯) কলিকাতা। বিজয়চন্দ্ৰ। ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃস্থানীয় ব্যক্তি। কলিকাতা সরস্বতী ইনস্টিটিউশন (বর্তমান শৈলেন্দ্র সরকার বিদ্যালয়) থেকে ১৯৩৫ খ্রী. ম্যাট্রিক এবং বিদ্যাসাগর কলেজ থেকে ১৯৩৯ খ্রী. অর্থনীতিতে অনার্সসহ বি.এ. পাশ করেন। ঐ বছরই কমিউনিস্ট পার্টির সদস্য হন। ১৯৩৭ খ্ৰী. গঠিত ছাত্র ফেডারেশনের শুরু থেকে তাঁর সক্রিয় কর্মী ছিলেন। ১৯৪০–৪১ খ্রী. তাদের কয়েকজন কর্মীর উপর বহিষ্কারের আদেশ জারি হলে আত্মগোপন করে কাজ চালিয়ে যান। ১৯৪৩–৪৬ খ্রী. ঐ সংগঠনের যুগ্ম-সম্পাদকরূপে কাজ করেন। ডিসেম্বর ১৯৪৫ খ্ৰী. প্রকাশিত ‘স্বাধীনতা’ পত্রিকার রিপোর্টার ছিলেন। ১৯৪৮ খ্রী. পার্টির দ্বিতীয় কংগ্রেসে অন্যতম প্ৰতিনিধি হিসাবে যোগ দেন। সেই বছরই পার্টি বেআইনী ঘোষিত হলে ধরা পড়ে একবছর কারারুদ্ধ থাকেন। পার্টির উপর নিষেধাজ্ঞা প্ৰত্যাহৃত হবার পর ১৯৫৩ খ্রী. থেকে ১৯৬৪ খ্রী. পার্টি দ্বিধাবিভক্ত হওয়ার আগে পর্যন্ত কলিকাতা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৬০ খ্রী. পার্টির সর্বক্ষণের কর্মী পদ ছেড়ে আইন পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন ও আইনজীবী হিসাবে সফলতা লাভ করেন। রাজ্য পরিষদের সদস্য ছিলেন। ১৯৭৮ খ্রী রাজ্য কাৰ্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। মৃত্যুর কিছুদিন আগে বার্লিনে বিশ্বশান্তি পরিষদের অধিবেশনে ভারতের প্রতিনিধি হয়ে যোগ দিয়েছিলেন।
পূর্ববর্তী:
« রমাবাঈ, পণ্ডিতা
« রমাবাঈ, পণ্ডিতা
পরবর্তী:
রমেন্দ্রনাথ চক্রবর্তী »
রমেন্দ্রনাথ চক্রবর্তী »
Leave a Reply