রমাবাঈ, পণ্ডিতা (১৮৫৮ — ৫-৪-১৯২২) মাঙ্গালোর। অনন্ত শাস্ত্রী। পিতামাতার মৃত্যুর পর রমাবাঈ ভ্ৰাতার সঙ্গে ভারতের বিভিন্ন স্থানে ভ্ৰমণ করে ১৮৭৮ খ্রী. কলিকাতায় আসেন। কলিকাতার পণ্ডিতগণ তাঁর পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে ‘সরস্বতী’ ও ‘পণ্ডিত’ উপাধি দিয়েছিলেন। ভারতের বিভিন্ন স্থানে, বিশেষত বাঙলা ও আসামের গ্রামে গ্রামে তিনি উচ্চশ্রেণীর হিন্দু মহিলাদের শিক্ষাদান-ব্যবস্থার সপক্ষে অভিমত প্রচার করেন। ১৮৮০ খ্রী তিনি শ্ৰীহট্টের বিপিনবিহারী দাসকে বিবাহ করেন। কিন্তু দুই বছর পর বিধবা হন। এরপর তিনি কিছুদিন নারীমুক্তির সপক্ষে মত প্রচারের উদ্দেশ্যে গুজরাটের বিভিন্ন অঞ্চলে বক্তৃতা করেন। এজন্য সেখানকার রক্ষণশীল হিন্দুগণ কর্তৃক তিনি নানাভাবে উৎপীড়িত হয়েছিলেন। ১৮৮১ খ্ৰী. পুনায় ‘আর্য মহিলা সমাজ’ প্ৰতিষ্ঠা করেন এবং খ্রীস্টধর্মে দীক্ষিত হন। ১৮৮৩ খ্রী তিনি পুনা থেকে ইংল্যান্ড যান এবং সেখানে ইংরেজী শিখে চেপ্টেনহ্যামের মহিলা কলেজে সংস্কৃতের অধ্যাপনা করতে থাকেন। ১৮৮৬ খ্রী. তিনি আমেরিকা যান। সেখানে ১৮৮৭ খ্রী. রমাবাঈ অ্যাসোসিয়েশন স্থাপিত হয়। এরপর ভারতে ফিরে ১৮৮৯ খ্রী. বোম্বাইয়ে ‘সারদাসদন’ স্থাপন করে হিন্দু বিধবাদের শিক্ষাদানের ব্যবস্থা করেন। ইংরেজী ও মারাঠী ভাষায় তাঁর লেখা কয়েকটি পুস্তক আছে। সমাজসেবী মনোরমা বাঈ তাঁর কন্যা।
পূর্ববর্তী:
« রমাপ্রসাদ রায়
« রমাপ্রসাদ রায়
পরবর্তী:
রমেন বন্দ্যোপাধ্যায় »
রমেন বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply