রমাপ্রসাদ রায় (জুলাই ১৮১৭ — ১-৮-১৮৬২)। পৈতৃক নিবাস রাধানগর-হুগলী। কলিকাতায় জন্ম। রাজা রামমোহন। অ্যাংলো-হিন্দু স্কুল, প্যারেস্টল অ্যাকাডেমী ও হিন্দু কলেজে শিক্ষাপ্রাপ্ত হন। সংস্কৃত ও ফারসীতে জ্ঞান ছিল। ১৮৩৮ খ্রী. ডেপুটি কালেক্টরের চাকরি নেন। ১৮৪৫ শ্ৰী সদর দেওয়ানী আদালতে ওকালতি শুরু করেন। প্ৰসন্নকুমার ঠাকুর অবসর-গ্ৰহণ করলে তাঁর স্থলে ১৮৫০ খ্রী. তিনি সরকারী উকিল হন। ১৮৬১ খ্ৰী লীগ্যালি রিমেমব্ৰেন্সার, ১৮৬২ খ্ৰী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার মনোনীত সদস্য এবং ঐ বছরই হাইকোর্টে প্ৰথম ভারতীয় বিচারকের পদ লাভ করেন। কিন্তু কৰ্মভার গ্রহণের আগেই তাঁর মৃত্যু হয়। তিনি সর্বতত্ত্বদীপিকা সভার সভাপতি এবং তত্ত্ববোধিনী সভার সক্রিয় সদস্যরূপে বাংলা ভাষার শ্ৰীবৃদ্ধিসাধনে যত্নবান ছিলেন। নারীশিক্ষায় অগ্ৰণী হিসাবে বেথুন সোসাইটির দেশীয় স্ত্রীশিক্ষা-শাখার সভাপতি হন। বিধবা-বিবাহ এবং বহুবিবাহ-বিরোধী আন্দোলনে বিদ্যাসাগরের পূর্ণ সমর্থক ছিলেন। তাছাড়া ১৮৫৭ খ্রী. তিনি বহু-বিবাহপ্রথার বিরুদ্ধে ইংরেজ সরকারের নিকট আবেদনপত্র পেশ করেছিলেন। হিন্দু দাতব্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ‘সম্বাদকৌমুদী’ ও ‘বেঙ্গলী’ পত্রিকার সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« রমাপ্রসাদ মুখোপাধ্যায়
« রমাপ্রসাদ মুখোপাধ্যায়
পরবর্তী:
রমাবাঈ, পণ্ডিতা »
রমাবাঈ, পণ্ডিতা »
Leave a Reply