রমাপ্রসাদ মুখোপাধ্যায় (৩০-১২-১৮৯৬ –- ১৭-২-১৯৮৪) কলিকাতা। স্যার আশুতোষ। খ্যাতনামা বিচারপতি। ১৯১৯ খ্রী. ইংরেজীতে এম.এ পরীক্ষায় প্ৰথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে রেজিনা গুহ স্বর্ণপদক এবং আইনের তিনটি পরীক্ষাতেই প্ৰথম স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক ও টেগোর আইন স্বর্ণপদক লাভ করেন। ১৯১৯ খ্রী. কলিকাতা হাইকোর্টে আইন ব্যবসায় শুরু করেন এবং ১৯৪৮ খ্রী. বিচারপতি পদে নিযুক্ত হন। ১৯৫৬ খ্রী. কিছুদিনের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে ও আইন কলেজে অধ্যাপনা করতেন। ১৯২০ খ্রী. সিনেটের এবং পরে সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের পোস্ট-গ্ৰাজুয়েট কাউন্সিল অব ল-এর সদস্য এবং পরে ‘ডিন অব দি ফ্যাকাল্টি অব ল’ নির্বাচিত হন। এশিয়াটিক সোসাইটি ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অব সায়েন্সের সভাপতি হয়েছিলেন। ১৯২৪ খ্রী. কাউন্সিল অব স্টেটের সদস্য এবং ঐ বছরই কলিকাতা পুরসভার কাউন্সিলার নির্বাচিত হন। তিব্বতে চীনা অনুপ্রবেশ সংক্রান্ত আন্তর্জাতিক কমিশনের তিনি জুরি হয়েছিলেন।
পূর্ববর্তী:
« রমাপ্রসাদ চন্দ, রায়বাহাদুর
« রমাপ্রসাদ চন্দ, রায়বাহাদুর
পরবর্তী:
রমাপ্রসাদ রায় »
রমাপ্রসাদ রায় »
Leave a Reply