রমাপতি বন্দ্যোপাধ্যায় (? –- ২১-৫-১২৭৯ ব-) চন্দ্রকোনা—মেদিনীপুর। গায়ক গঙ্গাবিষ্ণু। ১৯শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে গায়ক ও সঙ্গীত-রচয়িতা হিসাবে তিনি বিশেষ প্ৰসিদ্ধি লাভ করেছিলেন। প্ৰথমে পিতার নিকট ও পরে বিষ্ণুপুরের রামশঙ্কর, পশ্চিমী কলাবত মহম্মদ বকস ও আসমৎউল্লা এবং বৈদ্যনাথ দুবের কাছে সঙ্গীত শিক্ষা করেন। দীর্ঘকাল বর্ধমানরাজ মহাতাবচাঁদের দরবারে সভা-গায়ক ছিলেন। কলিকাতায় দেবেন্দ্ৰনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতেও কিছুকাল গায়করূপে অবস্থান করেন। সঙ্গীতচর্চার ইতিহাসে তাঁর বিশেষ কীর্তি ‘মূল সঙ্গীতাদর্শ’ গ্ৰন্থ রচনা। এই গ্রন্থে তিনি তানসেন প্রভৃতি ধ্রুপদ সঙ্গীত-রচয়িতাদের হিন্দীতে রচিত ধ্রুপদ গানের বঙ্গানুবাদ প্রকাশ করেন (১৮৬২)। বাংলায় এই বিষয়ে এটিই প্ৰথম গ্ৰন্থ। তাঁর ও তাঁর স্ত্রী করুণাময়ীর রচিত কিছু গানও এই গ্রন্থে মুদ্রিত হয়েছে। প্রথম জীবনে বাংলা, সংস্কৃত ও ফারসী ভাষা শিখে নিমকমহলের চাকরি গ্রহণ করেন এবং কর্মোপলক্ষে কাঁথিতে কিছুকাল বাস করেন। হিন্দী, সংস্কৃত ও ওড়িয়া ভাষায়ও কয়েকটি সঙ্গীত রচনা করেছিলেন। বর্ধমানরাজ মহাতাবচাঁদ কর্তৃক তিনি ‘কবীন্দ্র’ উপাধিতে ভূষিত হন।
পূর্ববর্তী:
« রমানাথ মাইতি
« রমানাথ মাইতি
পরবর্তী:
রমাপদ চৌধুরী »
রমাপদ চৌধুরী »
Leave a Reply