রমানাথ ভট্টাচাৰ্য (১৮৫০ –- ১৮৯৯) পাঠকপাড়া-বাঁকুড়া। শম্ভুনাথ। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক ছিলেন। বর্ধমান ও বাঁকুড়ার প্রাথমিক শিক্ষাবিভাগের ডেপুটি ইনস্পেক্টর থাকাকালে যোগাযোগ-বিচ্ছিন্ন, জঙ্গলাকীর্ণ এবং আদিবাসী-অধ্যুষিত বাঁকুড়া জেলায় প্রাথমিক শিক্ষাবিস্তারে অক্লান্ত পরিশ্রম করেন। শাস্ত্ৰজ্ঞ পণ্ডিত এবং জনপ্রিয় অধ্যাপক রামনাথ তাঁর অগ্রজ এবং পণ্ডিত অমরনাথ তাঁর ভ্রাতুষ্পুত্র।
পূর্ববর্তী:
« রমানাথ ঠাকুর, মহারাজা
« রমানাথ ঠাকুর, মহারাজা
পরবর্তী:
রমানাথ মাইতি »
রমানাথ মাইতি »
Leave a Reply