রমানাথ ঠাকুর, মহারাজা (১৮০১ –- ১০-৬-১৮৭৭) কলিকাতা। নীলমণি। প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের কনিষ্ঠ ভ্ৰাতা। ১৮২৯ খ্রী. ইউনিয়ন ব্যাঙ্কের দেওয়ান হন এবং ব্যাঙ্ক উঠে না যাওয়া পর্যন্ত সেখানে কাজ করেন। বাল্যে তিনি রাজা রামমোহনের ধর্মমতের পোষকতা এবং ব্ৰাহ্মসমাজের কাজের সহায়তা করতেন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপনে বিশেষ উদ্যোগী এবং জীবনের শেষ ১০ বছর তাঁর সভাপতি ছিলেন। প্রসন্নকুমার ঠাকুরের সহযোগিতায় ‘ইন্ডিয়ান রিফর্মার’ পত্রিকা প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। ‘হরকরা’ ও ‘ইংলিশম্যান’ পত্রিকায় ‘হিন্দু’ ছদ্মনামে বহু প্ৰবন্ধ লিখেছেন। ১৮৬৬ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হয়ে সেখানে প্রজাদের স্বত্বসংরক্ষণের চেষ্টা করতেন। এইজন্য তাঁকে ‘রায়তের বন্ধু’ বলা হত। হিন্দু কলেজ ও সরকারী শিক্ষা-পরিষদের উৎসাহী পরিচালক-সদস্য ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। তৎকালীন প্রখ্যাতনামা অনেক নেতার মত তিনিও জুরীর বিচার দাবি করেন। ১৮৭০ খ্রী. বড়লাটের ব্যবস্থাপক সভার সদস্য হন এবং ঐ বছরই ‘রাজা’ উপাধি পান। ১৮৭৫ খ্ৰী. ‘সি.এস.আই’ এবং ১৮৭৭ খ্রী. ‘মহারাজা’ উপাধি লাভ করেন।
পূর্ববর্তী:
« রমানাথ ঠাকুর বিদ্যারত্ন, ভট্টাচাৰ্য
« রমানাথ ঠাকুর বিদ্যারত্ন, ভট্টাচাৰ্য
পরবর্তী:
রমানাথ ভট্টাচাৰ্য »
রমানাথ ভট্টাচাৰ্য »
Leave a Reply