রমানাথ ঠাকুর বিদ্যারত্ন, ভট্টাচাৰ্য (? –- ১৬-৭-১২৩৫ ব) পাথুরিয়াঘাটা-কলিকাতা। রামহরি। সংস্কৃতশাস্ত্ৰে অসাধারণ পাণ্ডিত্যের জন্য ‘বিদ্যারত্ন’ উপাধি পান। চতুষ্পাঠী স্থাপন করে ছাত্রদের বেদান্ত-দর্শন পড়াতেন এবং দরিদ্র ছাত্রদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থাও করতেন। তিনি ছিলেন বিষয়ী লোকের কাছে বাবু, সভায় বসলে গোষ্ঠীপতি এবং পণ্ডিতদের সন্নিধানে বিদ্যারত্ন ভট্টাচাৰ্য।
পূর্ববর্তী:
« রমাকান্ত রায়
« রমাকান্ত রায়
পরবর্তী:
রমানাথ ঠাকুর, মহারাজা »
রমানাথ ঠাকুর, মহারাজা »
Leave a Reply