রবীন্দ্রমোহন সেন (৮-৪-১৮৯২ –- ৮-৬-১৯৭২) বজ্রযোগিনী-ঢাকা। প্ৰসন্নকুমার। ১৯০৮ খ্রী. ঢাকা অনুশীলন সমিতির সভ্য হন। জ্ঞানচন্দ্র মজুমদার, ত্ৰৈলোক্যনাথ চক্রবর্তী, রমেশ আচার্য, প্রতুল গাঙ্গুলী প্ৰমুখের সঙ্গে কাজ করেছেন। ১৯১০ খ্রী. বৃত্তিসহ এন্ট্রান্স পাশ করেন। ১৯১১ খ্রী. প্ৰথম গ্রেপ্তার হয়ে ১৯১২ খ্রী. মুক্তি পান। এরপর প্রথম মহাযুদ্ধের সময় তাঁকে গ্রেপ্তার করে ১৯১৯ খ্রী. মুক্তি দেওয়া হয়। ১৯২৪ খ্রী. ৩ নং রেগুলেশনে গ্রেপ্তার হন। ১৯২৮ খ্রী. মুক্তি পেয়ে কলিকাতা কংগ্রেস অধিবেশনে স্বেচ্ছাসেবকদের জিওসি, সুভাষচন্দ্রের অন্যতম সহকারিরূপে বিশিষ্ট ভূমিকা গ্ৰহণ করেন। ১৯২৯ খ্রী. পুনরায় ৩ আইনে গ্রেপ্তার হন এবং ১৯৩৮ খ্রী. মুক্তি পান। মুক্তির পর বাঙলায় কংগ্রেস এবং সুভাষচন্দ্রের সাংগঠনিক কাজে নিযুক্ত থাকেন। ১৯৪০ খ্রী. রামগড়ে আপসবিরোধী কংগ্রেস সম্মেলনের অন্যতম স্তম্ভস্বরূপ ছিলেন। আরএসপি, প্ৰতিষ্ঠাতাদের মধ্যে তিনি একজন। ১৯৪০ খ্রী. ভারতরক্ষা আইনে গ্রেপ্তার হয়ে ১৯৪৬ খ্রী. মুক্তি পান। মুক্তিলাভের পর গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। চব্বিশ পরগনার দক্ষিণ চত্তরে ‘সংগঠনী’ নামে একটি সেবামূলক পল্লী-প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।
পূর্ববর্তী:
« রবীন্দ্রনারায়ণ ঘোষ
« রবীন্দ্রনারায়ণ ঘোষ
পরবর্তী:
রবীন্দ্রলাল রায় »
রবীন্দ্রলাল রায় »
Leave a Reply