রবীন্দ্রনারায়ণ ঘোষ (৪-১১-১৮৮৩ — ৬-১২-১৯৪৩) আদর্শ শিক্ষাব্ৰতী ও খ্যাতনামা অধ্যক্ষ। ইংরেজী ও দর্শনে প্ৰথম শ্রেণীর অনার্স সহ প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাশ করেন। দর্শনে প্ৰথম স্থান অধিকার করে কেশবচন্দ্ৰ সেন স্বর্ণপদক লাভ করেন ও ঈশান স্কলার হন। পরের বছর ইংরেজী সাহিত্যে প্ৰথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাশ করেন। ১৯১৫–১৬ খ্রীঃ। প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনা করেন। রিপন কলেজে প্ৰথমে অধ্যাপক ও পরে দীর্ঘকাল অধ্যক্ষ ছিলেন।। বিশ্ববিদ্যালয়েও পড়াতেন।
পূর্ববর্তী:
« রবীন্দ্রনাথ ঠাকুর
« রবীন্দ্রনাথ ঠাকুর
পরবর্তী:
রবীন্দ্রমোহন সেন »
রবীন্দ্রমোহন সেন »
Leave a Reply