রবীন্দ্ৰনাথ মৈত্র (১৩০৩ — ১৩৩৯ ব) নাদুরিয়া-ফরিদপুর। প্রিয়নাথ। পিতার কর্মক্ষেত্র রংপুরে জন্ম। ছোট গল্প রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেন। দিবাকর শর্মা ছদ্মনামে বহু রচনা প্ৰকাশ করেছেন। তাঁর রচিত ‘মানময়ী গার্লস স্কুল’ নাটক ও তার চিত্ররূপ এক সময়ে বাঙলায় আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ‘উদাসীর মাঠ’, ‘থার্ড ক্লাস’, ‘দিবাকরী’, ‘বাস্তবিকা’, ‘ত্রিলোচন কবিরাজ’ (ব্যঙ্গগল্প), ‘মেবার কাহিনী’ (গল্প), ‘মায়ার জাল’ (উপন্যাস), ‘সিন্ধুসরিৎ’ (কবিতা) প্রভৃতি।
পূর্ববর্তী:
« রবীন্দ্রলাল রায়
« রবীন্দ্রলাল রায়
পরবর্তী:
রমাকান্ত রায় »
রমাকান্ত রায় »
Leave a Reply