রবীন মজুমদার (১৯১৮ – ডিসে. ১৯৮৩) ছাত্রাবস্থাতেই সঙ্গীত প্ৰতিভার বিকাশ হয়। স্কটিশ চার্চ কলেজের বার্ষিক অনুষ্ঠানে তাঁর গান শুনে বিখ্যাত অভিনেতা ও চিত্র পরিচালক প্ৰমথেশ বড়ুয়া তাকে চিত্ৰজগতে নিয়ে আসেন। প্ৰায় রাতারাতি তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘শাপমুক্তি’ ছবিতে তাঁর অভিনয় এবং গান বিশেষ প্ৰশংসিত হয়। ১৯৪২ খ্রী. ‘গরমিল’ ছবিতে ছিল তাঁর সাড়া জাগানো দুটি গান-’এই কি গো শেষ দান এবং ‘মোর অনেক দিনের আশা’। বহু ছবিতে অভিনয় করেছেন। দেবকী বসুর পরিচালনায় তারাশঙ্করের ‘কবি’ ছবিতে নিতাই কবিয়ালের ভূমিকায় তাঁর অভিনয় স্মরণীয়। ১৯৫৪ খ্রী. রঙমহল রঙ্গমঞ্চে যোগ দেন। পরে বিশ্বরূপা, কাশী বিশ্বনাথ মঞ্চ প্রভৃতিতে অভিনয় করেছেন। চারখানি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করেছিলেন।
পূর্ববর্তী:
« রবিউদ্দিন আহমদ
« রবিউদ্দিন আহমদ
পরবর্তী:
রবীন্দ্র গুহ »
রবীন্দ্র গুহ »
Leave a Reply