রবিউদ্দিন আহমদ (১৯২৪ –- ৫-৫-১৯৭৬) নতিবপুর-হুগলী। পিতা বজলুল হক আকুনী বি. জি. স্কুলের প্রধানশিক্ষক ছিলেন। ঐ বিদ্যালয় থেকে ম্যাট্রিক ও কলিকাতা সিটি কলেজ থেকে বি-এ, পাশ করেন। রাজনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চিরজীবন সংগ্ৰাম করে গেছেন। কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবীর ও আবদুল ওদুদের সঙ্গে মিলে সঙ্কল্প মাসিক পত্রিকা সম্পাদনা করেন। ‘তরুণ পত্র’ নামে পত্রিকাটি নারায়ণ চৌধুরী, আবদুল ওদুদ প্রভৃতির সঙ্গে প্ৰকাশ করতেন। ১৯৪৬ খ্রী. দাঙ্গার সময় পার্ক সার্কাসের প্রগতিশীল মুসলমান ও হিন্দুদের সঙ্গে মিলে ‘ক্যালকাটা সেন্টার ফর কমু্যুনাল হারমনি’ সংগঠিত করেন। ১৯৫০ খ্ৰী. দাঙ্গার সময়ে ডাঃ গনি প্রভৃতিদের সঙ্গে মিলে ‘ইসলামিয়া হাসপাতাল’ স্থাপিত করেন। ‘পয়গম’ পত্রিকায় আমীর মির্জার পুঁথি অনুবাদ করেন। ১৯৫৩ খ্রী. ‘নজরুল নিরাময় সমিতি’র পক্ষ থেকে নজরুলকে চিকিৎসার জন্য ভিয়েনা নিয়ে যাবার দায়িত্ব গ্ৰহণ করেছিলেন। নজরুলের ফেরার পর তিনি ইতালীতে গিয়ে ডঃ তুচ্চির কাছে তিন মাসের মধ্যে ইতালিয়ান ভাষা শিখে রোম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ খোলবার উদ্যোগ গ্ৰহণ করেন। তাঁর আগেই ১৯৫৩–৫৪ খ্রী. ১৭টি দেশের মধ্যে চলচ্চিত্ৰ প্ৰতিযোগিতায় প্রথম হয়ে ইতালী সরকারের কাছ থেকে চলচ্চিত্র শিল্পের জন্য বৃত্তি পান। রোমে চলচ্চিত্র বিষয়ে ডিপ্লোমা পাবার পর অনেকগুলি ছবিতে কাজ করেন। মিলানে ও রোমে দীর্ঘকাল বাংলা ভাষার অধ্যাপক ছিলেন। রবীন্দ্রনাথ ও নজরুলের বহু কবিতা ইতালীয় ভাষায় অনুবাদ করেন। ‘ভারত-ইতালী মৈত্রী সমিতি’র প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন ও রোমে একটি ‘ওরিয়েন্টাল মিউজিক একাডেমী’ খুলেছিলেন। তিনি রামমোহন ও দারাশিকোর ধর্ম-সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ছিলেন। ১৯৭৬ খ্রী. কলিকাতায় দারাশিকোর বেদ ও উপনিষদ অনুবাদের কথা ও তাঁর অসাম্প্রদায়িক মতবাদ ইত্যাদির উপর বক্তৃতার মাধ্যমে আলোকপাত করেন।
পূর্ববর্তী:
« রবি ঘোষ
« রবি ঘোষ
পরবর্তী:
রবীন মজুমদার »
রবীন মজুমদার »
Leave a Reply