রফিকুল ইসলাম (? — জুলাই ১৯৭১) পটুয়াখালি-শ্ৰীরামপুর-বরিশাল। গিয়াসউদ্দিন আহমদ। ম্যাট্রিক পাশ করে তিনি ঢাকা টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন। এসময়ে পূর্ব-পাকিস্তানে রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরে তিনি বরিশাল বি.এম. কলেজে ভর্তি হন। প্ৰগতিশীল কর্মী হিসাবে ছাত্ৰ-সংসদ গঠনের উদ্যোক্তাদের অন্যতম ছিলেন। বরিশালের সাংস্কৃতিক। আন্দোলনে এবং বরিশাল শিল্পী সংসদ সংগঠনে তাঁর সক্রিয় সহযোগ ছিল। ‘সমাজসেবা পরিষদ’, ‘জাগৃহি খেলাঘর’, ‘মুকুল-ফৌজ’, ‘লেখক সঙ্ঘ’, ‘সাহিত্য পরিষদ’, ‘প্রান্তিক’ প্রভৃতি প্রতিষ্ঠানের মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয়। তিনি যুব লীগের একজন সক্রিয় সদস্য, ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার নিজস্ব সংবাদদাতা, বরিশাল প্রেস ক্লাবের অন্যতম প্ৰতিষ্ঠাতা এবং বরিশাল জেলা সাংবাদিক সমিতির। সাধারণ সম্পাদক ছিলেন। পল্লী সাহিত্য সংগ্রহের কাজেও তাঁর বিশেষ উৎসাহ ছিল। ১৯৬৭ খ্রী.ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. পাশ করে দর্শন। কলেজের অধ্যাপকরূপে যোগদান করেন। ২৯ জুলাই ১৯৭১ খ্ৰী. পাক-সামরিক বাহিনী অন্যান্য বুদ্ধিজীবীদের মত তাঁকেও গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর তাঁর আর কোন সন্ধান পাওয়া যায় নি। তাঁর রচিত বহু কবিতা ‘নূতন সাহিত্য’, ‘চতুরঙ্গ’ ও অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
পূর্ববর্তী:
« রফিকউদ্দীন
« রফিকউদ্দীন
পরবর্তী:
রবি ঘোষ »
রবি ঘোষ »
Leave a Reply