রথীন ঘোষ (১৯২১ – ১৯-১-১৯৮০) পোড়াবাজার-হুগলী। বীরেন্দ্রনাথ। খ্যাতনামা কীর্তনীয়া। পিতৃপ্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ বিগ্রহের সামনে নিয়মিত লীলাকীর্তন শুনে শুনে বাল্যেই কীর্তনে অনুরাগী হন। সঙ্গীতে প্ৰথম শিক্ষা গ্রামোফোন-ব্যবসায়ে খ্যাত এম-এন-ঘোষ বা মন্তাবাবুর কাছে। পরে শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, সুখেন্দু গোস্বামী, চিন্ময় লাহিড়ী প্রমুখের কাছে উচ্চাঙ্গসঙ্গীত শিক্ষা করেন। কীর্তন শেখেন রেণুপদ অধিকারী, নন্দকিশোর দাস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতির কাছে। তবলা ও পাখোয়াজ-বাদনেও দক্ষতা অর্জন করেন। কেরামৎউল্লা খাঁর কাছে তবলা শিখেছিলেন। ‘বৃন্দাবনলীলা’, ‘নৃত্যের তালে তালে’, ‘মিস্টার ও মিসেস চৌধুরী’, ‘শেষ চিহ্ন’ প্রভৃতি বেশ কয়েকটি ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। রেডিয়ো-গায়ক হিসাবে এবং প্রাচীন সঙ্গীত, শ্যামাসঙ্গীত ও আধুনিক গানের সুরকার ও গায়করূপেও সুনাম ছিল। ‘কীর্তন কলানিধি’ উপাধি পেয়েছিলেন।
পূর্ববর্তী:
« রত্নেশ্বর মুখোপাধ্যায়
« রত্নেশ্বর মুখোপাধ্যায়
পরবর্তী:
রথীন্দ্রনাথ চট্টোপাধ্যায় »
রথীন্দ্রনাথ চট্টোপাধ্যায় »
Leave a Reply