রণদাপ্রসাদ গুপ্ত (? — ১৯২৭)। প্রসিদ্ধ শিল্পী। আর্ট স্কুলের ছাত্র থাকা কালে তদানীন্তন অধ্যক্ষ ই.বি.হ্যাভেলের (১৮৯৬–১৯০৬) পরিকল্পনা অনুযায়ী ঐতিহ্যানুসারী চিত্রকলার যথাযোগ্য চর্চার জন্য তাকে সর্বপ্রধান স্থান দিয়ে ইন্ডিয়ান পেইন্টিং ডিপার্টমেন্ট নামে নূতন যে বিভাগ খোলা হয় এবং যেখানে বাস্তবধর্মী ছবি আঁকা শেখান হত সেই ফাইন আর্টস ডিপার্টমেন্টকে নিম্নমানের বিবেচিত করা হয়। এই ব্যবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা একযোগে যে ধর্মঘট করে রণদাপ্ৰসাদ তার কর্ণধার ছিলেন এবং এই কাজের ফলে তিনি কলেজ থেকে বিতাড়িত হন। বাস্তবধর্মী চিত্ৰপদ্ধতিতে অনুপ্ৰাণিত তিনি শশী হেশের কাছে প্রয়োগবিধি আয়ত্ত করলেও (১৯০০–০৫) কোনও পাশ্চাত্য শিল্পীর কাছে উপযুক্ত শিক্ষালাভ করেন নি। কলেজ থেকে বিতাড়িত হয়ে তিনি গড়ের মাঠেই একটি আর্ট স্কুল খুলে বসেন (১৮৯৭)। মহারাণী ভিক্টোরিয়ার হীরক জয়ন্তী উপলক্ষে তার নাম দেওয়া হয় ‘জুবিলী আর্ট অ্যাকাডেমি’। এই বিদ্যালয়টি কলিকাতা মিউনিসিপ্যালিটি থেকে বিনামূল্যে জমি, মহারাজা মণীন্দ্ৰচন্দ্ৰ নদীর কাছ থেকে অর্থসাহায্য ও কলারসিকদের নানা আনুকূল্য লাভ করেছিল। ব্রিটিশ ভারতে এই বিদ্রোহী ছাত্র আমৃত্যু দীর্ঘ ৩০ বছর বিদ্যালয়টি চালিয়েছিলেন। তাঁর ছাত্রদের মধ্যে হেমেন মজুমদার, বসন্ত গাঙ্গুলী, প্ৰহাদ কর্মকার, ভাস্কর প্রমথ মল্লিক প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« রণদা উকিল
« রণদা উকিল
পরবর্তী:
রণদাপ্রসাদ সাহা »
রণদাপ্রসাদ সাহা »
Leave a Reply