রণদা উকিল (১৮৮৮ –- ৯-৮-১৯৭০)। অবনীন্দ্রনাথ ঠাকুর স্থাপিত ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টকে কেন্দ্র করে যে কয়জন শিল্পী পরে শিল্পজগতে প্ৰতিষ্ঠা লাভ করেন তিনি ছিলেন সেই গোষ্ঠীরই একজন। ভারতীয় রীতিতে ছবি এঁকে সুনাম অর্জন করেন। নানা পত্রপত্রিকায় এককালে তাঁর বহু শিল্পনিদৰ্শন প্ৰকাশিত হয়েছে। তদানীন্তন ব্রিটিশ সরকার লন্ডন শহরের ইন্ডিয়া হাউসের প্রাচীর চিত্র আঁকার জন্য যে কয়জন শিল্পী নির্বাচন করেন তাদের মধ্যে তিনি অন্যতম। শিল্পজগতে সুপরিচিত সারদা উকিল তাঁর অগ্রজ এবং বরদা উকিল তাঁর অনুজ।
পূর্ববর্তী:
« রঞ্জিতবিকাশ বন্দ্যোপাধ্যায়
« রঞ্জিতবিকাশ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
রণদাপ্রসাদ গুপ্ত »
রণদাপ্রসাদ গুপ্ত »
Leave a Reply