রঞ্জিতবিকাশ বন্দ্যোপাধ্যায় (১৩৩৬ — ১৪-১-১৩৮৫ ব)। পৈতৃক নিবাস পূর্ববাংলা। স্বাধীনতা সংগ্ৰামী পিতা ও মাতা গ্রামে ‘গান্ধী পাঁচালী’ লিখে গান্ধীজীর বাণী প্রচার করতেন এবং বিপ্লবীদের আত্মগোপনে সাহায্য করতেন। শিশু সাহিত্যিক, সাংবাদিক, চিত্রশিল্পী, গীতিকার রঞ্জিতবিকাশ ছিলেন পঙ্গু। সোজা হয়ে বসতে পারতেন না। ২/৩টি আঙ্গুলে মোটামুটি কলম ধরতে পারতেন। বিভিন্ন পত্রিপত্রিকায় তাঁর লেখা প্ৰকাশিত হয়েছে, ইংরেজী পত্রিকায় কার্টুন। এঁকেছেন, সাময়িকী পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন, চিত্রশিল্প প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। তাঁর লেখা নাটক, গল্প, ছড়া কলিকাতার আকাশবাণী কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে। তাঁর জীবদ্দশায় তাঁর লেখা গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। হুগলীর শ্ৰীরামপুরে ‘চে-শায়ার হোমে’ থাকতেন।
পূর্ববর্তী:
« রঞ্জিত মল্লিক
« রঞ্জিত মল্লিক
পরবর্তী:
রণদা উকিল »
রণদা উকিল »
Leave a Reply