রজনীপাম দত্ত (১৮৯৬? – ২০-১২-১৯৭৪) ইংল্যান্ডের কেমব্রিজে জন্ম। পিতা উপেন্দ্রকৃষ্ণ ১৮৭৮ খ্রী ডাক্তারী পড়ার জন্য কলিকাতা থেকে লন্ডনে যান এবং কেমব্রিজে স্থায়িভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি ৬ পেনীর ডাক্তার অর্থাৎ গরীবের ডাক্তার হিসাবে পরিচিত ছিলেন। রজনী’পাম ব্রিটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা-সভ্য। কেমব্রিজ স্কুল থেকে বৃত্তিসমূহ সসম্মানে পাশ করেন। প্রথম বিশ্বযুদ্ধ কালে ১৯১৫ খ্রী. সৈন্যবিভাগে যোগ দিতে বাধ্য হন। যুদ্ধ-বিরোধী মতামত ঘোষণা করায় কিছুদিন তিনি কারারুদ্ধ থাকেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ‘সোস্যালিস্ট সোসাইটি’ নামে একটি সংস্থা গঠন করেন। এই সংস্থা ১৯১৭ খ্রী. রুশ বিপ্লবকে সংবর্ধনা জানোনর চেষ্টা করলে তিনি অক্সফোর্ড থেকে বিতাড়িত হন। পরের বছর কেবলমাত্র পরীক্ষার সময়টুকু অক্সফোর্ডে অবস্থানের অনুমতি লাভ করেন। এই পরীক্ষায় তিনি ৮টি বিষয়েই প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ৩১৭-১৯২০ খ্ৰী. অনুষ্ঠিত ‘কমিউনিস্ট ইউনিটি কনভেনশন’ এর তিনি প্রতিষ্ঠাতা-সভ্য এবং ১৯২২ খ্ৰী. পার্টি পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। ঐ বছরই ফিনল্যান্ডের পার্টি-সভ্যা Salme Murik-এর সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৯২১ খ্রী. ‘লেবার মান্থলি’ নামে পত্রিকা প্ৰকাশ করেন। ১৯২৪ খ্রী. থেকে ১৯৩৬ খ্রী. পর্যন্ত তিনি বেলজিয়াম ও পশ্চিম ইউরোপের বিভিন্ন স্থানে কখনও আত্মগোপন করে কখনও প্ৰকাশ্যে বাস করতে থাকেন। এই সময় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পশ্চিম-ইউরোপীয় শাখার অন্যতম নেতা হিসাবে কাজ করেন। ভারতের কমিউনিস্ট পার্টির জন্য দত্ত ব্ৰাডালে থিসিস’ ১৯৩৬ খ্রী. ব্রাসেলস শহরে লিখিত হয়। কমিন্টার্নের সপ্তম কংগ্রেসে যোগদানের পর ১৯৩৭ খ্রী. লন্ডনে ফেরেন। তখন তিনি গ্রেট ব্রিটেনে কমিউনিস্ট পার্টির পলিট বুরোর সভ্য, পার্টির মুখপত্র ‘ডেইলী ওয়ার্কার’ এবং ‘লেবার মান্থলি’ পত্রিকার সম্পাদক ও সিস্কম্যান পপুলার ফ্রন্ট কমিটির সদস্য ছিলেন। ১৯৩৯ খ্রী. থেকে ১৯৪১ খ্রী. পর্যন্ত তিনি পার্টির সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেন। ১৯৪৬ খ্রী. ডেইলী ওয়ার্কার-এর পক্ষ থেকে ‘কেবিনেট মিশন’ সম্পর্কে তথ্যাদি সংগ্রহের জন্য ভারতবর্ষে আসেন। অসুস্থতার কারণে ১৯৬৭ খ্রী. পার্টির নেতৃস্থান থেকে অবসর-গ্ৰহণ করেন। রচিত গ্ৰন্থাবলী: ‘Socialism and the Living Wage’, ‘Two Internationals’, ‘Life of Lenin’, ‘World Politics’, ‘Fascism and the Social Revoluation’, ‘India Today’, ‘Britain in the World Front’, ‘Crisis of Britain and the British Empire’, ‘The Internationale’ প্রভৃতি। ক্লেমেন্স দত্ত তাঁর সহোদর।
পূর্ববর্তী:
« রজনীনাথ রায়
« রজনীনাথ রায়
পরবর্তী:
রজনীরঞ্জন সেন »
রজনীরঞ্জন সেন »
Leave a Reply