রজনীনাথ রায় (১৫-১২-১৮৪৯ – ১৫-৪-১৯০২) গাওদিয়া-ঢাকা। এফ.এ. ও বি.এ. পরীক্ষায় কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। সরকারী অর্থ-বিভাগের উচ্চপদে কাজ করতেন। সাধারণ ব্ৰাহ্মসমাজের উৎসাহী নেতা। বিধবা ও অসবর্ণ বিবাহে উৎসাহী ছিলেন। নিজে একটি কুলীন কন্যাকে বহুপত্নীক বৃদ্ধের সঙ্গে বিবাহের দুৰ্গতি থেকে বাঁচানোর জন্য সিভিল ম্যারেজ আইনে তাকে বিবাহ করেন। রক্ষণশীল হিন্দুগণ এই বিবাহ উপলক্ষে বিপর্যন্ত হয়ে কুৎসা প্রচারের জন্য পুস্তিকা বিতরণ করে। নারীশিক্ষার প্রসারকল্পে ১৮৭৬ খ্রী. বঙ্গ মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠাকালে তিনি দুৰ্গামোহন দাসকে সাহায্য করেছিলেন। প্রেসিডেন্সী কলেজে সহশিক্ষা চালু করার জন্য সংগ্রাম করেন। সরকারী কর্মচারী হওয়া সত্ত্বেও ১৯০২ খ্রী. কার্জনের নীতির সমালোচনা করতে ভীত হন নি।
পূর্ববর্তী:
« রজনীকান্ত সেন
« রজনীকান্ত সেন
পরবর্তী:
রজনীপাম দত্ত »
রজনীপাম দত্ত »
Leave a Reply