রজনীকান্ত সেন ১ (২৬-৭-১৮৬৫ – ১৩-৯-১৯১০) ভাঙ্গাবাড়ী-পাবনা। পিতা। ‘পদচিন্তামণি’ নামক কীর্তনগ্রন্থ ও ‘অভয়াবিহার’ গীতিকাব্যের রচয়িতা গুরুপ্রসাদ। ১৮৮৩ খ্রী. কুচবিহার জেনকিন্স স্কুল থেকে এন্ট্রান্স, রাজশাহী কলেজ থেকে এফ-এ, সিটি কলেজ থেকে বি-এ, এবং ১৮৯১ খ্রী. বি-এল পাশ করে রাজশাহী কোর্টে ওকালতি শুরু করেন। কিছুদিন নাটোর ও নওগাঁর অস্থায়ী মুন্সেফ ছিলেন। ১৫ বছর বয়সে কালীসঙ্গীত রচনার মাধ্যমে তাঁর কবিত্বশক্তির প্রকাশ ঘটে। রাজশাহীতে অবস্থানকালে অক্ষয়কুমার মৈত্ৰেয়ের সঙ্গে পরিচিত হন। অক্ষয়কুমারের ভবনে গানের আসরে তিনি স্বরচিত গান গাইতেন এবং এইখানেই কবি দ্বিজেন্দ্রলালের কণ্ঠে হাসির গান শুনে হাসির গান রচনা শুরু করেন। অত্যন্ত ক্ষিপ্ৰতার সঙ্গে গান রচনা করতে পারতেন। রাজশাহী থেকে প্রচারিত ‘উৎসাহ’ মাসিক পত্রিকায় তাঁর রচনা প্ৰকাশিত হত। তাঁর কবিতা ও গানের বিষয়বস্তু মুখ্যত দেশগ্ৰীতি ও ভক্তি। হাস্যরস-প্ৰধান গানের সংখ্যাও কম নয়। রচিত বিখ্যাত দেশাত্মবোধক গান-‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই-’। রচিত গ্ৰন্থ : ‘বাণী’, ‘অমৃত’, ‘কল্যাণী’, ‘অভয়া’, ‘আনন্দময়ী’, ‘সম্ভাবকুসুম’, ‘শেষদান’, ‘বিশ্রাম’ প্রভৃতি।
রজনীকান্ত সেন ২ — বরমা-চট্টগ্রাম। ১৯৩০ খ্রী. চট্টগ্রামের বিপ্লবী দলে যোগ দেন। পুলিস ইনস্পেক্টর আসানুল্লা হত্যার ব্যাপারে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিসের নির্মম অত্যাচারের ফলে হাসপাতালে মারা যান।
পূর্ববর্তী:
« রজনীকান্ত মাইতি
« রজনীকান্ত মাইতি
পরবর্তী:
রজনীনাথ রায় »
রজনীনাথ রায় »
Leave a Reply