রজনীকান্ত চট্টোপাধ্যায় (১৮৭৪ — ২৪-১১-১৯৩৬) ঝালকাঠি-বরিশাল। সুরেন্দ্রনাথ ও অশ্বিনীকুমারের অনুগামিরূপে স্বদেশী আন্দোলনে যোগ দেন। বরিশালের সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে বহুবার কারাবরণ করেন। ঝালকাঠি পৌরসভা এবং ১৯২১ খ্রী. থেকে ১১ বছর জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। ঝালকাঠিতে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
পূর্ববর্তী:
« রজনীকান্ত ঘোষ
« রজনীকান্ত ঘোষ
পরবর্তী:
রজনীকান্ত মাইতি »
রজনীকান্ত মাইতি »
Leave a Reply