রঙ্গলাল মুখোপাধ্যায় (২৪-৩-১২৫০ -– ১৭-৭-১৩১৬ ব.) রাহুতা-২৪ পরগণা। বিশ্বম্ভর। বিশ্বকোষ প্রবর্তক, কাব্য-রত্নাকর, ধন্বন্তরিকল্প চিকিৎসক ও যোগী। সংসারের চাপে স্কুলের শিক্ষা অসমাপ্ত রেখে তাকে কাজ করতে হলেও নিজের চেষ্টায় তিনি ইংরেজী, বাংলা, সংস্কৃত ও গণিত শাস্ত্র শিখেছিলেন। হাস্যোদীপক গান রচনায় পারদর্শী ছিলেন। ‘সোমপ্রকাশ’, ‘জন্মভূমি’, ‘কল্পদ্রুম’, ‘আর্যদর্শন’ প্রভৃতি পত্রিকায় তাঁর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। চাকরি জীবনের অধিকাংশ সময়ই শিক্ষকতা করেছেন। বিভিন্ন জায়গায় শিক্ষকতা করতে করতে এক সময় বীরভূমের দাঁড়কা গ্রামের স্কুলে আসেন। সেই সূত্রেই বীরভূমের লাঘোষা গ্রামে বসবাস। চিকিৎসা বিদ্যায় দক্ষতা অর্জন করে বীরভূমেই একসময় তিনি চিকিৎসক রূপে অর্থ উপার্জন করেছিলেন এবং সেই অর্থে নিজ গ্রামে মুদ্রাযন্ত্র ক্রয় ও ‘বিশ্বকোষ’ মুদ্রণে অগ্রসর হন। বিশ্বকোষের ২য় ভাগের কিছুটা সম্পাদনার পর তিনি ছাপাখানা ও বিশ্বকোষের স্বত্ব নগেন্দ্রনাথ বসুকে দিয়ে লাঘোষাতে এসে ডাক্তারী ও সর্বত্যাগী সন্ন্যাসীর মত জীবনযাপন করতে থাকেন। এখানেই মৃত্যু। রচিত গ্ৰন্থ : ‘শরৎশশী’, ‘বিজ্ঞান দর্শক’, ‘চিত্তচৈতন্যোদয়’, বৈরাগ্যবিপিন-বিহার’ প্রভৃতি। বিশিষ্ট লেখক ত্ৰৈলোক্যনাথ তাঁর ভ্রাতা।
পূর্ববর্তী:
« রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
« রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
রঙ্গীনচন্দ্ৰ হালদার »
রঙ্গীনচন্দ্ৰ হালদার »
Leave a Reply