রঘুনাথ সিংহ, দ্বিতীয় (? – ১৭১২) বিষ্ণুপুর। দ্বিতীয় দুর্জয় সিংহ। মল্লরাজবংশের সর্বাপেক্ষা প্ৰসিদ্ধ ব্যক্তি। তাঁর আমলে রাজ্যের বিশেষ উন্নতি হয়েছিল। ১৭০২ খ্রী. রাজা হয়ে মল্লদের সামরিক গৌরব ফিরিয়ে আনেন। তাঁর রাজত্বের সময় চেতা-বরদার (মেদিনীপুর) ভূস্বামী শোভা সিংহ স্বাধীনতা ঘোষণা করলে তিনি সম্রাট আওরঙ্গজেবের পক্ষে মোগলদের হয়ে শোভা সিংহের বিপক্ষে যুদ্ধ করে চেতা বরদা অধিকার করতে সমর্থ হন। তাঁর আমন্ত্রণে সেনী ঘরানার বাহাদুর খাঁ ও পীরবক্স বিষ্ণুপুরের দরবারে নিযুক্ত হয়েছিলেন এবং সেই সময় থেকে বাঙলাদেশে ধ্রুপদী সঙ্গীতের চর্চা শুরু হয়। মন্দিরশিল্পের শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন। বিষ্ণুপুরের শ্যামরায়, জোড়বাংলা ও কালাচাঁদ মন্দিরের প্রতিষ্ঠাতা।
পূর্ববর্তী:
« রঘুনাথ সিংহ
« রঘুনাথ সিংহ
পরবর্তী:
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় »
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply