রঘুনাথ সিংহ (আনুমানিক ৬৯৫ — ?)। বিষ্ণুপুরের প্রথম মল্লরাজা। তিনি স্থানীয় আদিবাসী বাগদীদের যুদ্ধবিদ্যা শিখিয়ে রণকুশল করে তুলেছিলেন। তাদেরই পরাক্রমে একদিন সমগ্ৰ বিষ্ণুপুর রাজ্য মল্লভূমি নামে অভিহিত হয়। সেই বিস্তৃত রাজ্য বর্তমান বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ার অন্তর্ভুক্ত ছিল। তিনি ৩৪ বছর রাজত্ব করেছিলেন। তাঁর রাজত্বকালে প্রজারা তাঁকে ‘আদিমল্ল’ বলে স্বীকার করে। লাউগ্রামে তাঁর রাজধানী ছিল। তিনি পুটেশ্বরী দেবীমূর্তি স্থাপন করে একটি মন্দির নির্মাণ করেছিলেন। তাঁর রাজত্বকাল থেকেই বিষ্ণুপুর রাজবংশের খ্যাতি ও সৌভাগ্য বাড়তে থাকে। তাঁর পুত্ৰ জয়মল্ল রাজা হয়ে রাজ্য বহুদূর বিস্তৃত করেন এবং বিষ্ণুপুরে নূতন রাজধানী স্থাপন করেন। এই বংশ প্রায় নয় শ বছর রাজত্ব করে।
পূর্ববর্তী:
« রঘুনাথ শিরোমণি
« রঘুনাথ শিরোমণি
পরবর্তী:
রঘুনাথ সিংহ, দ্বিতীয় »
রঘুনাথ সিংহ, দ্বিতীয় »
Leave a Reply