রঘুনাথ শিরোমণি (১৪৫৫/৬০ — ?) নবদ্বীপ। বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত। ১৪শ শতাব্দীর মধ্যভাগে গঙ্গেশ উপাধ্যায় কর্তৃক ‘তত্ত্বচিন্তামণি’ গ্ৰন্থ রচনার পর অগণিত নব্যন্যায়ের গ্ৰন্থ-রচয়িতার মধ্যে মহানৈয়ায়িক মিথিলার পক্ষধর মিশ্র ও নবদ্বীপের রঘুনাথ শিরোমণিই কেবলমাত্র নূতন সম্প্রদায় সৃষ্টি করতে সমর্থ হয়েছিলেন। অল্পবয়সে পাঠ সমাপ্ত করে অধ্যাপনা শুরু করেন এবং বিচারার্থ মিথিলায় গিয়ে পক্ষধর মিশ্রকে পরাজিত করেন (আনুমানিক ১৪৮০–৮৫ খ্রীঃ)। তার ফলে নব্যন্যায়ে মিথিলার প্রাধান্য বিলুপ্ত হয়ে নবদ্বীপই নব্যন্যায়-চৰ্চার কেন্দ্র হয়ে ওঠে। চৈতন্যদেব তাঁর সহপাঠী ছিলেন। তাঁর প্রধান গ্রন্থ ‘অনুমানদীধিতি’ প্রামাণ্য গ্ৰন্থরূপে তাঁর সময়েই বাঙলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। বিখ্যাত স্মৃতিশাস্ত্ৰবিৎ শূলপাণি মহামহোপাধ্যায় তাঁর মাতামহ।
পূর্ববর্তী:
« রঘুনাথ মল্লিক
« রঘুনাথ মল্লিক
পরবর্তী:
রঘুনাথ সিংহ »
রঘুনাথ সিংহ »
Leave a Reply