রঘুনাথ মল্লিক (১৮৯৭ – আগস্ট ১৯৭৯) সংস্কৃতজ্ঞ পণ্ডিত ও স্বাধীনতা-সংগ্ৰামী। আইনের ছাত্র অবস্থায় পড়া ছেড়ে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। এ সময় সুভাষচন্দ্রের সংস্পর্শে আসেন। পরে তিনি সংস্কৃত চর্চায় মনোনিবেশ করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচডি উপাধি লাভ করেন। কালিদাসের উপর। তাঁর গবেষণা ‘কালিদাস প্রতিভা’ নামে গ্রন্থাকারে প্ৰকাশিত হয়। কালিদাসের সমগ্র রচনা তিনি বাংলা ও ইংরেজীতে অনুবাদ করেন।
পূর্ববর্তী:
« রঘুনাথ ভট্ট গোস্বামী, ভট্ট রঘুনাথ
« রঘুনাথ ভট্ট গোস্বামী, ভট্ট রঘুনাথ
পরবর্তী:
রঘুনাথ শিরোমণি »
রঘুনাথ শিরোমণি »
Leave a Reply