রঘুনাথ ভট্ট গোস্বামী, ভট্ট রঘুনাথ (১৫০৫ — ১৫৭৯) বারাণসী। তপন মিশ্র। মহাপ্রভুর পরিবারের ষডগোস্বামীর তিনি অন্যতম। তিনি নীলাচলে রান্না করে মহাপ্রভুকে খাওয়াতেন। তাঁর রন্ধন-পারিপাট্যের কথা বৈষ্ণব গ্রন্থাদিতে বিবৃত আছে। কাশীক্ষেত্রে বিবিধ শাস্ত্ৰ অধ্যয়ন করেন। বৃন্দাবনে শ্ৰী রূপের সভায় তিনি ভাগবত পাঠ করতেন। তৎকালীন শ্রেষ্ঠ পাঠক ছিলেন।
পূর্ববর্তী:
« রঘুনাথ দাস গোস্বামী
« রঘুনাথ দাস গোস্বামী
পরবর্তী:
রঘুনাথ মল্লিক »
রঘুনাথ মল্লিক »
Leave a Reply