রঘুনাথ দাস গোস্বামী (১৪৯৫/৯৬ — ১৫৮২) কৃষ্ণপুর—হুগলী। বৃন্দাবনের ষড়গোস্বামীর অন্যতম। পিতা গোবর্ধন সপ্তগ্রাম তালুকের জমিদার ছিলেন। বিবাহিত রঘুনাথ ১৭ বছর বয়সে সাংসারিক ভোগবিলাস ত্যাগ করে চৈতন্যদেবের সঙ্গে মিলিত হন। বলরাম আচার্যের শিষ্য ছিলেন। ১৬ বছর নীলাচলে মহাপ্রভুর সেবা করেন। মহাপ্রভুর তিরোধানের পর বৃন্দাবনে গিয়ে রূপ ও সনাতনের সাহচর্য পান। বৃন্দাবনে তাঁর প্রধান কীর্তি রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড উদ্ধার। ‘উপদেশামৃত’, ‘মনঃশিক্ষা’, ‘শ্রীচৈতন্যস্তব কল্পবৃক্ষ’, ‘বিলাপকুসুমাঞ্জলি’, ‘স্তবমালা’, ‘চৈতন্যাষ্টক’, ‘মুক্তাচরিত’, ‘দানকেলিচিন্তামণি’ প্রভৃতি গ্ৰন্থ রচনা করেন। স্বরূপ দামোদর-কৃত চৈতন্যজীবনী-মূলক কড়চারও বৃত্তিকার ছিলেন।
পূর্ববর্তী:
« রঘুনাথ দাস
« রঘুনাথ দাস
পরবর্তী:
রঘুনাথ ভট্ট গোস্বামী, ভট্ট রঘুনাথ »
রঘুনাথ ভট্ট গোস্বামী, ভট্ট রঘুনাথ »
Leave a Reply