রঘুনন্দন ভট্টাচাৰ্য (১৬শ শতাব্দী) নবদ্বীপ। হরিহর। প্রখ্যাত স্মার্ত পণ্ডিত। পিতারকাছে স্মৃতি এবং নবদ্বীপের তৎকালীন সুবিখ্যাত পণ্ডিত শ্ৰীনাথ তর্কচূড়ামণির কাছে স্মৃতি ও মীমাংসা অধ্যয়ন করে বিশেষ বুৎপত্তি করেন। এই সময় নবাব হোসেন শাহের শাসনকালে বিপর্যন্ত হিন্দুসমাজকে বিপর্যয় থেকে রক্ষার জন্য তিনি ‘অষ্টবিংশতিতত্ত্বস্মৃতি-গ্ৰন্থ’ রচনা করেন। এছাড়া তীর্থযাত্রাবিধি প্রভৃতি প্রয়োগগ্ৰন্থ, দায়তত্ত্ব এবং জীমূতবাহনের (১২শ শতাব্দী) রচিত বিখ্যাত ‘দায়ভাগ’ গ্রন্থের টীকা লেখেন। সামাজিক ও ধর্মসংক্রান্ত বিষয়ে তাঁর নির্দেশিত মত হিন্দু সমাজে প্রাধান্য পেয়ে আসছে।
পূর্ববর্তী:
« রঘুনন্দন দাস গোস্বামী
« রঘুনন্দন দাস গোস্বামী
পরবর্তী:
রঘুনাথ দাস »
রঘুনাথ দাস »
Leave a Reply