রঘুনন্দন দাস গোস্বামী (১৭৮৬ — ?) মাড়গ্রাম-বর্ধমান। কিশোরীমোহন। নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর। ১৮ বছর বয়সে কবিতা রচনা শুরু করেন। তাঁর বহু পদ ‘গীতমালা’য় সন্নিবদ্ধ আছে। তাঁর রচিত সংস্কৃত গ্ৰন্থ ‘গৌরাঙ্গচম্পূ’তে চৈতন্যদেবের নবদ্বীপালীলা মাত্র বর্ণিত হয়েছে। ৪৫ বছর বয়সে বাংলায় নিজ বংশবৃত্তান্ত ‘রামরসায়ন কাব্য’ লেখেন। তাঁর রচিত অপর গ্রন্থ : ‘রাধামাধবোদয়’, ‘দেশিকনির্ণয়’, ‘বৈষ্ণবব্রতনির্ণয়’ প্রভৃতি। তিনি স্মৃতি-বিষয়ক দুইখানি গ্ৰন্থ লিখেছিলেন।
পূর্ববর্তী:
« রঘুনন্দন
« রঘুনন্দন
পরবর্তী:
রঘুনন্দন ভট্টাচাৰ্য »
রঘুনন্দন ভট্টাচাৰ্য »
Leave a Reply