রঘুনন্দন (১৬শ শতাব্দী) শ্ৰীখণ্ড। মুকুন্দ। বৈষ্ণব-সমাজের অন্যতম বিশিষ্ট ভক্ত এবং ‘গৌরনামামৃতস্তোত্র’ গ্রন্থের রচয়িতা। বৈষ্ণবরা তাকে মহাপ্রভুর মানসপুত্র বলতেন।
পূর্ববর্তী:
« রঘুদেব ন্যায়ালঙ্কার
« রঘুদেব ন্যায়ালঙ্কার
পরবর্তী:
রঘুনন্দন দাস গোস্বামী »
রঘুনন্দন দাস গোস্বামী »
Leave a Reply