যোগেশচন্দ্ৰ মুখোপাধ্যায় (১৮৮৭ — ৩০-১২-১৯৬৩) নস্কর-বিক্রমপুর, ঢাকা। রাজমোহন। দশ বছর বয়সে শুরু হয়। তের বছর বয়সে পিতারমৃত্যুর পর সংসার চালোনর জন্য বরিশালে তাঁর এক আত্মীয়ের কাঠগোলায় সামান্য চাকরি করতে থাকেন। সেখানে স্বামী প্ৰজ্ঞানানন্দ সরস্বতীর সঙ্গে পরিচিত হয়ে তাঁর কাছে দীক্ষা নেন এবং তাঁর আদেশে সংসার করেন। নামকরা ব্যবসায়ী হন। ‘দি ষ্টান্ডার্ড কেবিনেট’, ‘ক্যালকাটা বিল্ডার্স স্টোর্স’, ক্যালকাটা ল্যান্ড ট্রাস্ট লিঃ’ তাঁর স্থাপিত ব্যবসা প্রতিষ্ঠান।
পূর্ববর্তী:
« যোগেশচন্দ্ৰ বাগল
« যোগেশচন্দ্ৰ বাগল
পরবর্তী:
রওশন চেরাগ »
রওশন চেরাগ »
Leave a Reply