যোগেশচন্দ্ৰ বসু, গল্পদাদা (২৭-১-১৮৮৫ — ১৭-১১-১৯৩৩) বারাসত-২৪ পরগণা। কেদারনাথ। বি-এ, ও বি-এল পাশ করেছিলেন। ১৯০৫ খ্রী. স্বদেশী আন্দোলনে অংশ গ্ৰহণ করেন। জাতীয় কৃষির আদর্শে ব্ৰতী হয়ে কৃষিশালা পত্তন ও পরে বেলেঘাটা অঞ্চলে বাঙালীর অর্থে, শ্রমে ও পরিচালনায় ‘বেঙ্গল পেস্টবোর্ড অ্যান্ড পেপার মিলস’ স্থাপন করেছিলেন। এই কর্মপ্রচেষ্টায় অসফল হয়ে আইনজীবীর বৃত্তি গ্ৰহণ করেও গঠনমূলক কাজে উদ্যোগী থাকেন। হিন্দু মিউচুয়াল লাইফ অ্যাস্যুরেন্সের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ও অবৈতনিক সম্পাদক ছিলেন। ১৯২৭ খ্রী. বেতার প্রতিষ্ঠানে যোগদান করেন। তাঁরই প্রবর্তনা ও পরিচালনায় বেতারে ‘ছোটদের আসর’ বিভাগ স্থাপিত হয়। আসরের পরিচালক রূপে তিনি ‘গল্পদাদা’ ছদ্মনামটি গ্ৰহণ করে তাতেই পরিচিত হয়ে ওঠেন। ১৯৩৩ খ্রী. বেতার প্রতিষ্ঠান থেকে অবসর নেন। ‘গল্পদাদার কথা’ তাঁর একমাত্র প্রকাশিত গ্ৰন্থ।
পূর্ববর্তী:
« যোগেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
« যোগেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
যোগেশচন্দ্ৰ বাগল »
যোগেশচন্দ্ৰ বাগল »
Leave a Reply