যোগেশচন্দ্ৰ দত্ত (২৯-১-১৮৪৭ — ১৯২৩) কলিকাতা। দুর্গাচরণ। শম্ভুচন্দ্র মুখোপাধ্যাধয়কে সম্পাদক করে ‘রেইস ও রায়ত’ পত্রিকা প্ৰকাশ করেন। ৮-৪-১৮৭৬ খ্রী. শম্ভুচন্দ্ৰ মুখার্জি, ব্যারিস্টার মন্মথনাথ মল্লিক প্রমুখ অপর নয়জনের সঙ্গে তিনি লর্ড নৰ্থব্ৰুককে টাউন হলের সভায় উত্থাপিত ধন্যবাদ প্ৰদানের প্রস্তাবের বিরোধিতা করে তৎকালীন রাজনীতিতে ‘অমর দশ’ জনের একজনরূপে পরিচিত হন। ১৮৮৩ খ্রী. বিখ্যাত মামলায় আনন্দমোহন বসুর সঙ্গে তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জামীনদার ছিলেন। সাহিত্য ও আইনসংক্রান্ত বিষয়ে গভীর জ্ঞান ছিল। কলিকাতা পৌরসভার একজন কমিশনার ও অনারারি ম্যাজিষ্ট্রেট ছিলেন।
পূর্ববর্তী:
« যোগেশচন্দ্ৰ চৌধুরী
« যোগেশচন্দ্ৰ চৌধুরী
পরবর্তী:
যোগেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
যোগেশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply