যোগেশচন্দ্ৰ চৌধুরী ১ (১২৯৩ – ১৩৪৮ বঙ্গ) গোবরডাঙ্গা-চব্বিশ পরগনা। প্ৰখ্যাত নাট্যকার ও অভিনেতা। প্রথম জীবনে গোবরডাঙ্গা স্কুলে শিক্ষকতা করতেন। ১৩৩১ বা শিশিরকুমার ভাদুড়ীর সঙ্গে রঙ্গমঞ্চে অভিনয় শুরু করেন। ১৯৩১ খ্ৰী শিশিরবাবুর সম্প্রদায়ের সঙ্গে অভিনয় করতে আমেরিকা যান। শিশিরকুমারের প্রেরণায় তিনি ‘সীতা’ নাটক রচনা করেন এবং এই নাটক নিয়েই শিশিরকুমার মনোমোহন নাট্যমন্দির থিয়েটারের দ্বারোদঘাটন করেন। বহু পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক নাটকের রচয়িতা। তাঁর রচিত ‘দিগ্বিজয়ী’, ‘বিষ্ণুপ্রিয়া’, ‘নন্দরানীর সংসার’, ‘পরিণীতা’, ‘মহামায়ার চর’ প্রভৃতি নাটক উল্লেখযোগ্য। চলচ্চিত্রেও বহু ভূমিকায় অভিনয় করেছেন।
যোগেশচন্দ্ৰ চৌধুরী ২ (২৮-৬-১৮৬৪ — ৯-২-১৯৫১) হরিপুর-পাবনা। দুর্গাদাস। জমিদার বংশে জন্ম। ১৮৮৬ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে এমএ পাশ করে মেট্রোপলিটান কলেজের রসায়ন ও পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হন। এরপর বিলাতে গিয়ে আইন পরীক্ষা পাশ করে স্বদেশে ফেরেন। ১৮৯৫ খ্রী. কলিকাতা হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করে খ্যাতিমান হন। ১৮৯৬ খ্রী. দ্বারকানাথ গাঙ্গুলীর সঙ্গে কলিকাতা কংগ্রেসে স্বদেশী দ্রব্যের প্রদর্শনী করেন। ১৯০০ খ্রী. লাহোর কংগ্রেসে শিল্প-সম্পর্কিত কমিটির সদস্য নির্বাচিত হন। আইন-বিষয়ক ‘Calcutta Weekly Notes’ পত্রিকার প্ৰতিষ্ঠাতা-সম্পাদক এবং ভারতের জাতীয় মহাসমিতির অন্যতম পৃষ্ঠপোষক ও পরামর্শদাতা ছিলেন।
পূর্ববর্তী:
« যোগেশচন্দ্ৰ চট্টোপাধ্যায়
« যোগেশচন্দ্ৰ চট্টোপাধ্যায়
পরবর্তী:
যোগেশচন্দ্ৰ দত্ত »
যোগেশচন্দ্ৰ দত্ত »
Leave a Reply