যোগেশচন্দ্ৰ ঘোষ (২৩-১০-১৮৭৯ — ৩০-১-১৯৩৪) বরঙ্গাইল-ঢাকা। আইনজীবী পিতা গোপালচন্দ্ৰ জলপাইগুড়িতে ৫০ হাজার টাকার শেয়ার বিক্রি করে চা-বাগানে প্ৰথম বাঙালী যৌথ প্ৰতিষ্ঠানের পত্তন করেন। যোগেশচন্দ্ৰ পিতারধারা অক্ষুন্ন রেখে Tea Prince নামে খ্যাত হন। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে ১৮৯৬ খ্রী. এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ‘চার্লস ইলিয়ট মেডেল’ পান। গণিতে পারদর্শী ছিলেন। প্রেসিডেন্সী কলেজ থেকে ১৯০৩ খ্রী. বি-এ এবং রিপন কলেজ থেকে ১৯০৮ খ্রী. আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯০৯ খ্রী. থেকে জলপাইগুড়ি আদালতের উকিল হিসাবে কর্মজীবন শুরু করেন। চা-বাগান ও সেটেলমেন্ট অপারেশনে তাঁর মামলা পরিচালনার সুখ্যাতি হয়। ১৯১১ খ্রী. ‘গোপালপুর টি কোম্পানী’ স্থাপন করেন। ‘মেসার্স ঘোষ অ্যান্ড সন্স’ও তাঁর প্রতিষ্ঠিত। চা-প্ৰস্তুতি ও আস্বাদনে গুণ-নির্ণয় এবং চা-শিল্পে যন্ত্রের ব্যবহার চালু করার কৃতিত্ব তাঁরই। তাছাড়া বহু জনহিতকর সামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িত ছিলেন। স্বদেশী আন্দোলন ও গুপ্তসমিতিকে অর্থ দিয়ে নানাভাবে সহায়তা করেছেন। কুমিল্লাতে ‘অভয় আশ্রম’ প্রতিষ্ঠাকালে এক লক্ষ টাকা দান করেন।
পূর্ববর্তী:
« যোগেশচন্দ্ৰ গুপ্ত
« যোগেশচন্দ্ৰ গুপ্ত
পরবর্তী:
যোগেশচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
যোগেশচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
Leave a Reply