যোগেশচন্দ্র ঘোষ, আয়ুর্বেদশাস্ত্রী। জলছত্ৰ-ফরিদপুর। পূৰ্ণচন্দ্র। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্ৰে এম-এ, লন্ডন থেকে এফ.সি.এস. এবং আমেরিকা থেকে এম.সি.এস. ডিগ্ৰী লাভ করেন। বিহারের ভাগলপুর কলেজের রসায়ন বিজ্ঞানে অধ্যাপনা করতেন। আচাৰ্য প্ৰফুল্লচন্দ্র রায়ের ছাত্র ছিলেন। পরে বৈজ্ঞানিকের অনুসন্ধিৎসা নিয়ে তিনি আয়ুৰ্বেদশাস্ত্ৰ অধ্যয়ন করেন এবং ‘সাধনা ঔষধালয়’ নামে ঢাকায় এক প্রতিষ্ঠান গঠন করে আয়ুৰ্বেদ চিকিৎসা দ্বারা রোগ নিরাময়ের পথ প্রদর্শনে অগ্রণী ভূমিকা নেন। তিনি এই প্ৰতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের শাখা পৃথিবীর বহু দেশে ছড়িয়ে পড়েছে। সুশিক্ষক ছিলেন। শিক্ষক-জীবনে তাঁর রচিত গ্ৰন্থ: ‘Simple Geography’, ‘Simple Arithmetic’, ‘Text Book of inorganic Chemistry প্রভৃতি। তিন খণ্ডে রচিত তাঁর ‘আমরা কোন পথে’ বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ।
পূর্ববর্তী:
« যোগেন্দ্ৰনাথ মিত্র
« যোগেন্দ্ৰনাথ মিত্র
পরবর্তী:
যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি »
যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি »
Leave a Reply