যোগেশচন্দ্ৰ গুপ্ত (১৮৮৬ – ১৫-১১-১৯৭২)। পিতা শরৎচন্দ্ৰ। কংগ্রেসের অন্যতম নেতা ও কলিকাতা হাইকোর্টের নাম-করা ব্যারিস্টার জে. সি. গুপ্ত বহু ঐতিহাসিক রাজনৈতিক মামলায় আসামী পক্ষে সওয়াল করে খ্যাতি অর্জন করেন। এগুলির মধ্যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা, মেছুয়াবাজার বোমার মামলা, বার্জ হত্যা মামলা, আন্তঃপ্ৰাদেশিক ষড়যন্ত্র মামলা ইত্যাদি উল্লেখযোগ্য। ঐ সময় বিপ্লবী কর্মীদের সাহায্যাৰ্থ তিনি যেভাবে এগিয়ে এসেছিলেন তা স্মরণীয়। অবিভক্ত বাঙলার ব্যবস্থা পরিষদের সদস্যরূপে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। দেশপ্রিয় যতীন্দ্রমোহনের অন্তরঙ্গ বন্ধু ও দৈনিক সংবাদপত্র ‘অ্যাডভান্স’-এর অন্যতম প্ৰতিষ্ঠাতা ছিলেন। বিভিন্ন ব্যবসায়-বাণিজ্যের সঙ্গেও তাঁর যোগ ছিল। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, দলের চীফ হুইপ ও এক সময় কংগ্রেস পরিষদীয় সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি
« যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি
পরবর্তী:
যোগেশচন্দ্ৰ ঘোষ »
যোগেশচন্দ্ৰ ঘোষ »
Leave a Reply