যোগেন্দ্রনারায়ণ মিত্র (১২৬৮? – ২৮-৯-১৩৩৮ ব) গোঁড়াপাড়া-নদীয়া। নীলকুঠির দেওয়ান রামপ্রসন্ন। কর্মক্ষেত্রে বেঙ্গল গভর্নমেন্টের রাজস্ব-বিভাগের আন্ডারসেক্রেটারী হয়েছিলেন। ১৮৯০ খ্ৰীষ্টাব্দের আগে শিক্ষকতা করবার সময় রবীন্দ্রনাথের কতকগুলি গান ও কবিতা সঙ্কলন করে ‘রবিচ্ছায়া’ নামে নিজব্যয়ে প্রকাশ করেন। এইসূত্রে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২৩ বছর বয়সে ‘সঞ্জীবনী’ পত্রিকায় ‘কেন অস্ত্ৰ পাব না’ শীর্ষক প্ৰবন্ধ রচনা করে ‘অস্ত্ৰ-আইন’-এর প্রতিবাদ করেন। বাঙলা সরকারের আন্ডার-সেক্রেটারী পদে থাকার সময় সুভাষচন্দ্রের পাসপোর্ট পাওয়ার জন্য জামিন হন (১৯১৬)। কৃষ্ণনগরে অভিযুক্ত ছাত্রদের মামলায় ব্যারিস্টার মনোমোহন ঘোষের সওয়াল ও বিবরণ তিনি ইংরেজীতে গ্রন্থাকারে প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
« যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
পরবর্তী:
যোগেন্দ্ৰচন্দ্ৰ কর »
যোগেন্দ্ৰচন্দ্ৰ কর »
Leave a Reply