যোগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৯০ – ২৩-১০-১৯৭৫) বিষ্ণুপুর ঘরানার খ্যাতনামা ধ্রুপদ-গায়ক। মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট শাস্ত্রীয় সঙ্গীত-শিক্ষা শুরু করেন। পরবর্তী কালে রাধিকাপ্রসাদ গোস্বামী ও গিরিজাশঙ্কর চক্রবর্তীর কাছে তালিম নেন। এ ছাড়া কৃষ্ণচন্দ্র ঘোষ বেদান্তচিন্তামণি ও আহিরীটোলার গৌরহরি মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে দীর্ঘকাল সঙ্গীতশাস্ত্ৰ অধ্যয়ন ও গবেষণা করেন। সঙ্গীতের প্রচার ও প্রসারে উদ্যমী যোগেন্দ্রনাথ ‘মন্মথনাথ মল্লিক স্মৃতিমন্দিরে’র অধ্যক্ষ ও ‘গিরিজাশঙ্কর সঙ্গীত সঙ্ঘে’র সভাপতি ছিলেন। ১৯৬৯ খ্রী. ‘সুরেশ সঙ্গীত সংসদ’ তাকে স্বর্ণপদক দ্বারা সম্মানিত করে।
পরবর্তী:
যোগেন্দ্ৰনাথ মণ্ডল »
যোগেন্দ্ৰনাথ মণ্ডল »
Leave a Reply