যোগেন্দ্ৰনাথ তর্ক-সাংখ্য – বেদান্ততীৰ্থ, মহামহোপাধ্যায় (১৮৮৭ — ১৯৬০) সুসঙ্গ দুৰ্গাপুর–ময়মনসিংহ। জগৎচন্দ্ৰ বাগচী। বঙ্গদেশের বিভিন্ন খ্যাতনামা অধ্যাপকের নিকট শাস্ত্ৰ অধ্যয়ন করেন। ১৯১০–১৯১৪ খ্রী. তিনি জাতীয় শিক্ষা পরিষদের অধ্যাপক এবং ১৯১৪–১৯২০ খ্ৰী. গুরুকুল বিশ্ববিদ্যালয়ের বেদান্তের অধ্যাপক ছিলেন। ১৯২১ খ্রী. তিনি কলিকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক হন। ১৯৪২ খ্রী. অবসর-গ্রহণের পর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বেদান্তের অধ্যাপক এবং ১৯৫০ খ্ৰী. পুনরায় সংস্কৃত কলেজের গবেষণা বিভাগের অন্তৰ্গত দৰ্শন বিভাগে প্ৰধান অধ্যাপকরূপে কর্মরত ছিলেন। সারাজীবন অসংখ্য জ্ঞানীর কাছে যেমন শিখেছেন, তেমনই অসংখ্য গুণী ছাত্রকে পড়িয়েছেন। ১৯৩২ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ এবং ১৯৫৭ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ‘ডিলিট’ উপাধি পান। বহু গ্ৰন্থ রচনা করেছেন। কাশ্মীরের প্রাচীন ইতিহাস ‘রাজতরঙ্গিণী’ সম্বন্ধে তাঁর কয়েকটি প্ৰবন্ধ ‘প্ৰতিভা’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তিনি ‘উদ্বোধন’, ‘উজ্জীবন’, ‘আওয়ার হেরিটেজ; প্রভৃতি পত্রিকায়ও প্ৰবন্ধাদি লিখতেন।
পূর্ববর্তী:
« যোগেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়
« যোগেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়
পরবর্তী:
যোগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় »
যোগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply