যোগেন্দ্ৰনাথ চক্রবর্তী, রামচন্দর (? — ২৭-৩-১৯১৩)। বিপ্লবী দলের সভ্য ছিলেন। শ্ৰীহট্টের একটি আশ্রমের অধিবাসী স্ত্রী-পুরুষের ওপর পুলিসী অত্যাচারের প্রতিশোধ গ্রহণের জন্য এসডিও গর্ডন সাহেবকে হত্যার উদ্দেশ্যে বোমা নিয়ে সাহেবের বাংলোয় যান। দুর্ভাগ্যক্রমে হাতেই বোমাটি ফেটে যাওয়ায় তিনি মারা যান।
পূর্ববর্তী:
« যোগেন্দ্ৰচন্দ্ৰ বসু
« যোগেন্দ্ৰচন্দ্ৰ বসু
পরবর্তী:
যোগেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায় »
যোগেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায় »
Leave a Reply