যোগেন্দ্রনাথ গুপ্ত (২২-৩-১৮৮৩ – ১৯৬৫) মূলচর—ঢাকা। প্রখ্যাত সাহিত্যসেবী। অল্পবয়সেই সাহিত্যচর্চা শুরু করেন। ১০০ খানারও বেশি বই লেখেন। তিনি বিক্রমপুরের ইতিহাস’, ‘কেদার রায়, ‘ধ্রুব’, ‘প্ৰহ্লাদ, ‘ভীমসেন’, ‘বঙ্গের মহিলা কবি’, ‘কল্পকথা’ (ছোট গল্প), ‘তসবীর’ (নাটক), ‘হিমালয় অভিযান’, ‘কবিতা মঞ্জরী’, ‘সাহিত্যিক’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। ‘শিশুভারতী’ নামক বিখ্যাত কোষগ্রন্থের সম্পাদনা তাঁর উল্লেখযোগ্য কীর্তি। ‘কৈশোরক’ পত্রিকার সম্পাদক ছিলেন। ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন বিভাগে তাঁর গবেষণামূলক অবদান স্মরণীয়। বিশ্বের ইতিহাস ২১ খণ্ডে রচনা করেন।
পূর্ববর্তী:
« যোগেন্দ্র জানা
« যোগেন্দ্র জানা
পরবর্তী:
যোগেন্দ্রনাথ দর্শনশাস্ত্রী »
যোগেন্দ্রনাথ দর্শনশাস্ত্রী »
Leave a Reply