যোগেন্দ্ৰচন্দ্ৰ বসু (৩০-১২-১৮৫৪ – ১৮-৮-১৯০৫) ইলসবা-বর্ধমান। মাধবচন্দ্র। পৈতৃক নিবাস বেড়গ্রাম। এফ.এ. পরীক্ষার পর কলেজ ত্যাগ করে কিছুদিন জনাই স্কুলে শিক্ষকতা করেন। চুঁচুড়ায় ‘সাধারণী’ পত্রিকার সহ-সম্পাদক হন এবং ১৮৮১ খ্রী. কলিকাতায় ‘বঙ্গবাসী’ সাপ্তাহিক সংবাদপত্ৰ প্ৰকাশ করেন। বঙ্গবাসী পরিচালনাকালে রাজনীতিতে ব্রিটিশ-বিরোধী রচনার জন্য খ্যাতনামা হন। ১৮৯১ খ্রী. বিবাহে সম্মতিদান বিলের প্রতিবাদে বহু বিখ্যাত ব্যক্তির সঙ্গে আন্দোলনে যোগ দেন। এই সূত্রে ‘বঙ্গবাসী’র সম্পাদক ও মুদ্রাকরের বিরুদ্ধে সরকার মামলা দায়ের করলে মালিকপক্ষ বিনাশর্তে ক্ষমা প্রার্থনা করে রেহাই পান। তিনি হিন্দি ‘বঙ্গবাসী’ ও ইংরেজী ‘টেলিগ্ৰাফ’ পত্রিকাও প্রতিষ্ঠা করেছিলেন। বাঙলার প্রাচীন সাহিত্য, বঙ্গানুবাদ সহ বহু শাস্ত্ৰগ্ৰন্থ ও কয়েকটি দুস্তপ্রাপ্য ইংরেজী গ্রন্থের সংস্করণ প্রকাশ ও সুলভমূল্যে প্রচার-ব্যবস্থা তাঁর অক্ষয়-কীর্তি। তাঁর রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য : ‘কালাচাঁদ’, ‘কৌতুককণা’, ‘চিনিবাস চরিতামৃত’, ‘নেড়া হরিদাস’, ‘বাঙ্গালী চরিত’ (৩ ভাগ), ‘মডেল ভগিনী’, ‘মহীরাবণের আত্মকথা’, ‘শ্ৰীশ্ৰী রাজলক্ষ্মী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« যোগেন্দ্ৰচন্দ্ৰ কর
« যোগেন্দ্ৰচন্দ্ৰ কর
পরবর্তী:
যোগেন্দ্ৰনাথ চক্রবর্তী, রামচন্দর »
যোগেন্দ্ৰনাথ চক্রবর্তী, রামচন্দর »
Leave a Reply