যোগীরাজ বসু (২৯-১২-১৯১১ – ৯-৭-১৯৭৬) ডিব্ৰুগড়—আসাম। আদি নিবাস যশোহর। ডাঃ কালীপ্রসন্ন। প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ ও শিক্ষাবিদ। ১৯৩২ খ্ৰী. বি.এ. পরীক্ষায় সংস্কৃতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ‘ঈশান বৃত্তি’ ও স্বর্ণপদক লাভ করেন। ১৯৩৪ খ্ৰী প্রেসিডেন্সী কলেজ থেকে কলা বিভাগের সব বিষয় মিলিয়ে সর্বোচ্চ নম্বর, তিনটি স্বর্ণপদক ও ‘গোসেন স্কলারশিপ’ লাভ করে সংস্কৃতের ‘গ’ শাখায় বেদান্ত ও ১৯৩৬ খ্রী. সংস্কৃতের ‘খ’ শাখায় বেদ নিয়ে পাশ করেন। ১৯৩৯ খ্রী. ইংরাজীতে এম.এ ও ১৯৬৬ খ্রী. যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি. ডিগ্ৰী লাভ করেন। ১৯৭০ খ্ৰী. পশ্চিম জার্মানীর গোয়েটিঙগণ বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকরূপে প্ৰাচ্য বিভাগে শিক্ষা দান করেন। শান্তিনিকেতন সহ ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এবং অক্সফোর্ডে ও প্যারিসের সরবোর্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকরূপে তাঁর প্রদত্ত ভাষণ বিদগ্ধ সমাজে প্ৰশংসা অর্জন করে। প্রথমে ডিব্ৰুগড় কলেজের প্ৰতিষ্ঠাতা-অধ্যক্ষ ও পরে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘India of the Age of the Brahmanas’, ‘Ancient Indian Culture & Civilisation of the Vedic Age’, ‘Principles of Literary Criticism of the East & West–A Comprehensive Study’, ‘A Treatise on the Purva Mimansa system,’ ‘জরথুস্ট্র ধর্ম’, ‘বেদের পরিচয়’ (বাংলা ও অসমীয়া), ‘বেদান্ত দর্শন’ (অসমীয়া), ‘উপনিষদের ভাবাদর্শ ও সাধনা’ প্রভৃতি। গ্ৰীক, ল্যাটিন, ফরাসী, জার্মান প্রভৃতি বিভিন্ন ভাষায় তাঁর বিশেষ পারদর্শিতা ছিল। তিনি ও তাঁর পিতা শ্ৰীশ্ৰীমুক্তানন্দ পরমহংসদেবের (ওঁ বাবা) শিষ্য ছিলেন। উপার্জিত অর্থের সবই তিনি গুরুর ডিব্ৰুগড়ের বিরাজ আশ্রমের সেবায় দান করে গেছেন। আজীবন নৈষ্ঠিক ব্ৰহ্মচারী ছিলেন।
পূর্ববর্তী:
« যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, যোগীন মা
« যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, যোগীন মা
পরবর্তী:
যোগেন্দ্র জানা »
যোগেন্দ্র জানা »
Leave a Reply